০৪/০১/২০২০ 

"দুর্নীতি"

-জসীম উদ্দীন 

দেশের মাঝে জ্বলছে আগুন

নাহি কোনো শান্তি,

 স্বর্থ এখন আপন করে চলছে শুধু দুর্নীতি।

কার মাথাতে পাথর মারবে, কার করিবে ক্ষতি, করবে কাকে পথের ফকির বাচাঁর বাহি গতি। সুদের ব্যবসা ভালোই চলে হাটে মারে চাপা উচিৎ কথা বলতে গেলে শত আসে বাধা। যোগ্য লোকের চাকরি পায়না, না থাকিলে মানি, দেশটা এখন ধংসের মুখে কতটুকু মোরা জানি। স্কুল কলেজ শিক্ষা ক্ষেত্রে স্যারের কাছেও দুর্নীতি, প্রাইভেটেতে মনযোগী ক্লাসের মাঝে দেয় ফাঁকি। এসব কথা বলতে গেলে অনেকে করবে রাগ, কেউবা করবে খানাখানি পুরষ্কারটা দূরে থাক। সব কিছু ভাই ইতি করো দেশে ফিরাও শান্তি দুর্নীতি কাজ ছেড়ে দিয়ে দেশটা করো মুক্তি। .....সমাপ্ত..... 

1 Comments

পোষ্টটি কেমন লেগেছে জানাতে এবং বুঝতে কোনো রকম সমস্যা হলে; সমস্যা টি উল্লেখ করে কমেন্ট করুন। সাথেসাথে আপনার পশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ পাঠকগণ।

Post a Comment

পোষ্টটি কেমন লেগেছে জানাতে এবং বুঝতে কোনো রকম সমস্যা হলে; সমস্যা টি উল্লেখ করে কমেন্ট করুন। সাথেসাথে আপনার পশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ পাঠকগণ।

Previous Post Next Post